Type Here to Get Search Results !

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

 আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস অগ্নিকান্ড ও ভূমি কম্পোন বিষয়ক এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা চত্বর থেকে আর্ন্তজাতিক দূযোর্গ প্রশমন দিবস এর র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা চত্বরে অগ্নিকান্ড ও ভূমি কম্পন বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিববুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ কায়েস, উপজেলা ত্রাণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার শ্রী ওপেন্দ্রনাথ রায় সহ উপজেলার সকল কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। মহড়া শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দূর্যোগ কালে উদ্ধার কল্পে কী কী যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা সরেজমিনে নির্বাহী কর্মকর্তা সহ সকলকে সরেজমিনে প্রদর্শন করেন। এ সময় স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থি ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রশাসন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies