Type Here to Get Search Results !

কাহারোলে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি'র কার্যক্রম উদ্বোধন


আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের কাহারোলে মাস ব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনে প্রচার অভিযান শেষে উদ্বোধন করা হয়। ১২ অক্টোবর ২০২৫ রোববার সকাল থেকে প্রাথমিক পর্যায়ে প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৯ থেকে ১৫ বছরের নিচে শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কাহারোল ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কাহারোল উপজেলায় ৪৮ হাজার ৫৩৪ জন এই টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উদ্বোধনের পর তিনি অত্র উপজেলার অন্তর্গত বিভিন্ন টিকাদান কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কাহারোল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক কনসালটেন্ট ( মেডিসিন) ডাঃ মোঃ মামুন অর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এম কে জিনাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মো. জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies