Type Here to Get Search Results !

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

নজরুল ইসলাম, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি :বাংলাদেশের কমিউনিস্ট পাটির সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অনতম্য সংগঠক প্রয়াত কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৮ তম মৃত্যুবার্ষিকী তাঁর জন্মস্থান পঞ্চগড়ের বোদায় বৃহস্পতিবার উপজেলা কমিউনিস্ট পাটির উদ্যোগে আলোচনা সভা ও কমরেড মোহাম্মদ ফরহাদের প্রতিকৃতিত্বে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কমরেড মোহাম্মদ ফরহাদের প্রামানিকপাড়াস্থ বাসভবনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিস্ট পাটির সভাপতি কমরেড দিপক কুমার দে বাবলুর সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড লিহাজ উদ্দীন মানিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আশরাফুল আলম, সাধারণ সম্পাদক কমরেড আলতাফ হোসেন, বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ইমরান আল আমিন, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা কমিউনিস্ট পাটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আলী মুতুজা প্রমুখ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies