নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিষ্ট হাসিনার পতন হয়েছে।
এখন হাটে বাজারে, মাঠে ময়দানে, দলের কাজ করেন, ভোটের কাজ করেন,সভা সমাবেশ করেন, কোন আপত্তি নেই, কিন্তু আপনারা মসজিদে দলের কথা, ভোটের কথা বলবেন এটা মেনে নিব না। কোন দল যেন মসজিদে দলের কথা বলতে না পারে এজন্য তিনি ওলামাদের প্রতি আহ্বান জানান।
তিনি শনিবার বিকেলে পঞ্চগড়ের বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন- ওয়াজ মাহফিলের কথা বলে পাড়ায় পাড়ায় সকল দলের সমর্থকদের নিকট থেকে চাঁদা তুলে ওয়াজের নামে, ইসলামের নামে, ভুল ব্যাখ্যা দিয়ে ওই দলটি দলের কাজ করে। ইসলামের তকমা লাগা এই দলটির কথা বিশ্বাস করবেন না। তারা গ্রামের কোমলমতি মা বোনদের তালিমের নামে ভুল বুঝিয়ে, বেহেস্তের কথা বলে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে। এদের এই প্রচেষ্টা প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ভোট চেয়েছিল, তারা ৩ শত আসনে প্রার্থী ঘোষণা করেছে, বর্তমান সরকার সকল প্রস্তুতি সম্পন্ন করে আগামী ফেব্রুয়ারিতে সরকার ভোটের ঘোষণা দিয়েছেন। এই দলটির প্রতি জনসমর্থন কমে যাওয়ায়, এখন তারা ষড়যন্ত্র করে পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে।
এদের কোথায় বিশ্বাস না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বোদা উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা হকিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওলামা দলের উপজেলা শাখার সদস্য সচিব মাওলানা ইসাহাক আলী, জেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম সহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ওলামা দলের নেতৃবৃন্দ।
সভায় বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, আব্দুল্লাহ আল মারুফ অনু,উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বোদা উপজেলা ওলামা দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।