Type Here to Get Search Results !

বিরামপুরে লাইব্রেরি কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বইসমৃদ্ধ ও আধুনিক লাইব্রেরি কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) একাডেমিক ভবনের পঞ্চম তলায় অবস্থিত এ লাইব্রেরি কক্ষের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, লাইব্রেরিতে পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, কবিতা, নাটক, উপন্যাস, গল্প, ইসলামী গ্রন্থ, ডিকশনারি ও নানা বিষয়ে সমৃদ্ধ বই রাখা হয়েছে।
ফলে শিক্ষার্থীরা নিয়মিত পাঠচর্চার মাধ্যমে একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি সাহিত্যের ভাণ্ডার থেকেও উপকৃত হতে পারবে।
প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বলেন, এই লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের নতুন দিগন্ত উন্মোচন করবে। রুটিনমাফিক লাইব্রেরি কার্যক্রমে অংশগ্রহণ করে তারা নিজেদের জ্ঞানের ভিত্তি আরও মজবুত করতে পারবে। পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টিতে যেসব শিক্ষার্থী অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা মনে করছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে এবং সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies