নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতা সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শনিবার পাথরাজ উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশ নেয়।
উপজেলা পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলোর৷ মধ্যে - ফুটবল (ছাত্র ও ছাত্রী), হ্যান্ডবল (ছেলে ও মেয়ে), সাঁতার, দাবা, কাবাডি ইত্যাদি অন্যতম।
গত ২২ সেপ্টেম্বর উপজেলা পরিষদ (আবাসিক) পুকুরে সাতার (ছেলে-মেয়ে) প্রতিযোগিতার মাধ্যমে এই প্রতিযোগীতা শুরু হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব মো. আইবুল ইসলাম জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি প্রত্যাশা করেন, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ১৭ বছরের কম বয়সী ছেলে-মেয়েরা অংশ নিয়েছে।
উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ে খেলবে এবং পরে জাতীয় পর্যায়ে অংশ নেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। কুচিন্তা ও খারাপ কাজের প্রবনতা থেকে খেলাধুলা মনকে নিবৃত করে।
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বিনোদনই নয়, শৃঙ্খলা নেতৃত্ব ও দলগত চেতনার শিক্ষা লাভ করে।
স্থানীয় শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, এ প্রতিযোগিতা থেকে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে।
পরে অনুষ্ঠানে প্রতিযোগীতায় বিজয়ী ও বিজিত দলের মাঝে বিভিন্ন ইভেন্টের পুরষ্কার প্রদান করা হয়।