ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুরে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রাণবন্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের মির্জাপুর মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব তোতা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আরিফুর রহমান রাসেল।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব সাজু ইসলাম ও শ্রী রঞ্জন সুটকু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির বিরামপুর উপজেলা শাখার প্রবাসী কল্যাণ সম্পাদক টুটুল বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমীর হামজা, পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক আলী হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকতে হবে। ত্যাগ, আন্তরিকতা ও দৃঢ় মনোভাব নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারেক রহমানের আস্থাভাজন ডা. এ জেড এম জাহিদ হোসেনকে দিনাজপুর-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
কর্মী সভায় নতুন সদস্য হিসেবে যোগ দেন পৌরসভার ৮নং ওয়ার্ডের বেগমপুর গ্রামের কবিরুল ও রফিকুল ইসলাম, দাসারা গ্রামে