নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বিএনপির কোন নেতাকর্মী সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার কিংবা কোনরুপ অসদ আচরণ করলে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হবে । বিএনপিতে থেকে রাজনীতির নামে ধান্দাবাজি করতে চাইলে এই মুহুর্তে দল থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানান, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
তিনি মঙ্গলবার রাতে পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকার নয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দলটির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। এসময় উঠান বৈঠকে অংশ নেয়া বিএনপির নেতা কর্মীসহ কয়েক শত হিন্দু-মুসলিম নারী ও পুরুষদের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন। তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য ফার্মার কার্ড, পরিবারের সচ্ছলতা আনতে ফ্যামিলি কার্ড, নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এজন্য তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসন সহ সারা দেশে ভোটারদের ধানের শীষে ভোট প্রদান করার আহ্বান জানান।
ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাহাজাহান সিরাজ। এসময় উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা,সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, বোদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর মহিলা দলের আহবায়ক মজিদা বেগম সহ বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সনাতন ধর্মের নারী পুরুষরা উপস্থিত ছিলেন ।