নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলা কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলা পরিষদের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে আলোচনায় সভায় টিকা কর্মসুচির বিস্তারিত তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুল কবীর । টিকাদান ক্যাম্পেইনে জানানো হয়, টাইফয়েড জ্বর খেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় সারা দেশ ব্যাপী আগামী ১২অক্টোবর থেকে এ ক্যাম্পেইন শুরু হবে। ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।বোদা উপজেলায় প্রাথমিক,মাধ্যমিক, মাদ্রাসা কিন্ডারগার্টেন ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ ৪৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২ হাজার ২৩৫ জন শিক্ষার্থীদের এ টিকা দেয়া হবে। ১৮ কর্মদিবসে দুই ধাপের মধ্যে প্রথম ধাপের ১০ কর্ম দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ৮ কর্মদিবসে কমিউনিটি ক্লিনিকে দেয়া হবে এই টিকা। উপজেলায় শতভাগ টিকা প্রদানের জন্য উপজেলার প্রত্যেকটি কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়, স্কুল, মাদরাসায় রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে। এই উপজেলায় এখন পর্যন্ত ২৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থীর টিকা প্রদানের জন্য রেজিষ্ট্রেশন করা হয়। এজন্য ৪৮১ জন টিকাদানকারী, ৩০ জন সুপার ভাইজার এবং ৭২০ জন সেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ২০১৯ সালে সারা বিশ্বে ৯০ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। এরমধ্যে ১ লক্ষ ১০ হাজার মানুষ মারা যান। বাংলাদেশের টাইফয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা অর্ধেকেরই বেশি জনগোষ্ঠী শিশুরা যাদের বয়স ১৫ বছরের কম। টাইফয়েড প্রতিরোধ যোগ্য একটি রোগ, দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে সম্পূর্ণ সেরে ওঠা সম্ভব। তথাপি এই রোগে অনেকের মৃত্যুর ঘটে। বাংলাদেশেও এই মৃত্যুর হার উল্লেখযোগ্য। সভায় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।