শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ দিনেও বদলির আদেশ বাস্তবায়ন না করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসনের বদলীর আদেশ না মানার অভিযোগ উঠেছে এ হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বারের বিরুদ্ধে। বর্তমানে এ হাসপাতালে অভিভাবক না থাকায় অরাজকতা, বিশৃঙ্খলা বিরাজ করা সহ প্রশাসনিক কার্যক্রম ভেঙ্গে পড়েছে। জানা গেছে, গত ০৮/০৯/২০২৫ ইং তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় ও মহাপরিচালকের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডাঃ এবিএম আবু হানিফ পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বারকে ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরী বিভাগে মেডিকেল অফিসার হিসেবে বদলীর আদশে দেন। অপর দিকে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামাল আহম্মেদ কে পীরগঞ্জ স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে বদলির আদেশ প্রদান করেন। ৫ কার্য দিবসের মধ্যে উভয় ডাক্তার কে নিজ নিজ কর্মস্থলে যোগদান করার নির্দেশ প্রদান করেন। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশও প্রদান করেন। ঠাকুরগাঁও সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ডাঃ আব্দুল জব্বার গত ১৪/০৯/২০২৫ ইং তারিখের মধ্যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে যোগদান করার নির্দেশনা থাকলেও তিনি এখনও পর্যন্ত এ হাসপাতালে যোগদান করেনি। অপর দিকে পীরগঞ্জ হাসপাতালে দায়িত্ব পাওয়া স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কামাল আহম্মেদ কে সরকারি আদেশের ৭ দিন পেরিয়ে গেলেও তিনি তাকে দায়িত্ব হস্তান্তর করেনি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গত ৭ দিন ধরে হাসপাতালের গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য থাকায় এ হাসপাতালে বিশৃঙ্খলা, অরাজকতা বিরাজ করা সহ প্রশাসনিক কার্যক্রম ভেঙ্গে পড়েছে। ভর্তিকৃত রোগী ও দৈনন্দিন চিকিৎসা নিতে আসা রোগীদের উপর এর প্রভাব পড়েছে বলে সোমবার হাসপাতালে গিয়ে জানা গেছে। এ ব্যাপারে রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ গওসুল আজিম জানায়, এ বিষয়ে জরুরী মিটিং ডেকেছি, দ্রুত এ সমস্যার সমাধান হবে। ঠাকুরগাঁও সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ আনিসুর রহমান জানায়, উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে। ডাঃ আব্দুল জব্বার জানায়, আমি বদলির আদেশ বাতিল করার জন্যে ঢাকায় যোগাযোগ করছি। ফলে ডাঃ কামাল আহম্মেদ কে দায়িত্ব হস্তান্তর করিনি। অপর দিকে ডাঃ কামাল আহম্মেদ জানান, আমি গত ১৫/০৯/২০২৫ইং তারিখে ঠাকুরগাঁও সি.এস মহোদয়ের দপ্তরে এবং পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মস্থলে যোগদান করেছি। কিন্তু আমাকে দায়িত্ব হস্তান্তর না করার কারনে আমি কোন অফিসিয়াল কাজকর্ম করতে পারছি না। ফলে হাসপাতালে নানা সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি এলাকার সুশীল সমাজ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।