Type Here to Get Search Results !

বড়দ্বেশরী মন্দিরে লাখো মানুষের উপস্থিতিতে মহালয়া অনুষ্ঠিত

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজের অসহিষ্ণুতা হিংসা-বিদ্বেষ ও দ্বন্দ্ব সংঘাতের অশুভ প্রভাব থেকে মুক্তি, মানুষের মধ্যে ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির চেতনায় ঐক্যের বন্ধন সুদূর করতে এবং সমাজ থেকে অশুভ শক্তির বিনাশ, মানুষের মধ্যে বৈষম্য ভেদাভেদ ও অন্যায় অবিচার দূরীকরণে, সত্য সুন্দর ও কল্যাণের প্রতীক দুর্গতিনাশিনী মা দুর্গার মর্ত্যে আগমনে আরাধনার মহালয়া পূজা রবিবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মহাপীঠ শক্তিধাম শ্রী শ্রী বদেশ্বরী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মাতৃ পূজা, শিব পূজা, বিষ্ণু পূজা, চন্ডী পাঠ ও গীতা পাঠের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিক ধর্মানুষ্ঠানের মাধ্যমে দেবীর আগমনের আরাধনার এই মহালয়া অনুষ্ঠানে নানা ধর্মাচারের আয়োজন করে সনাতন সম্প্রদায়ের মানুষ । মহালয়া উপলক্ষে স্বর্গীয় পিতা-মাতা ও পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পনাদি, সৎকর্ম ও মাথার চুল কটনসহ নানা পূজা অর্চনা ও মন্দির সংলগ্ন করোতোয়া নদীতে স্নান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গনে শান্তি ও সম্প্রীতি মূলক এক ধর্মসভার আয়োজন করা হয় । এর আগে হাজার হাজার ভক্ত মাতৃ বন্দনায় ব্রতি হয়ে মায়ের অমৃত ময় প্রসাদ ধারণ করেন। উল্লেখ্য গত ২০২২ সালে মহালয়ার দিনে মন্দির যাওয়ার সময় করতোয়া নদী নৌকা যোগে নদী পার হতে গিয়ে নৌকাডুবিতে ৭২ জন মানুষের মৃত্যু হয়। এই দিন মৃত ওই সকল ব্যক্তির আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনাও করা হয়। এবারে মহালয়ার অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার লক্ষ্যে এবং সকল প্রকার অপ্রীতিকর ও দুর্ঘটনা এড়াতে বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আয়োজকরা জানান, সরকারি ও স্থানীয় সকলের সহযোগিতা এবং নিজস্ব ব্যবস্থাপনায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা দেওয়ার ফলে অত্যন্ত সুন্দরভাবে ভাব গম্ভীর্যের মাধ্যমে মহালয়ার সকল অনুষ্ঠানাদি সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। পূর্ণাথেরাও এই সকল ব্যবস্থার জন্য সন্তোষ প্রকাশ করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies