ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মহিলা আওয়ামী লীগ নেত্রী আফরোজা বেগম সুইটিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পালাচ্ছিলেন বলে জানায় পুলিশ।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ বুধবার আদালতে তোলা হবে।