Type Here to Get Search Results !

বদরগঞ্জে লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের বদরগঞ্জে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। নিযোগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রকাশ্য লটারীর মাধ্যমে ৯টি ইউনিয়নের ৩২জন ডিলারকে মনোনিত করা হয়। এছাড়াও অবশিষ্ট ১টি ইউনিয়নের ৪টি কেন্দ্র এবং ৩টি ইউনিয়নের ১টি করে ৩টি কেন্দ্রসহ মোট ৭টি কেন্দ্রে অনিবার্য কারনবসত ডিলার নিয়োগ স্থগিত করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সুত্রে জানা যায়, গত ২২জলুাই-২০২৫ তারিখে বহুল প্রচারিত পত্রিকায় খাদ্য বান্ধব ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০টি ইউনিয়নের ৩৯টি কেন্দ্র থেকে প্রায় ২৬০টি শত আবেদপত্র জমা পড়ে। সেখানে একই কেন্দ্র থেকে একাধিক প্রার্থীর আবেদনপত্র জমা পড়ার কারণে নিয়োগ প্রক্রিয়া সাময়িক বাধাগ্রস্থ হয়। পরে উপজেলা প্রশাসন আবেদনকারীদের আবেদনপত্র যাচাই বাচাই এবং আবেদনের শর্তের সাথে সার্ম্যজস্ব কজায় রেখে প্রার্থীদের সঠিক কাগজপত্র এবং বৈধ ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়টি নিশিচত করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ওই তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে যাচাই বাচাইপুর্বক গত ২৮আগষ্ট-২০২৫ তারিখে লটারীর মাধ্যমে ডিলার নিয়োগের প্রস্তুতি নেয়া হলেও উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তা স্থগিত করা হয়। এদিকে দীর্ঘদিন ১৬দিনপর গতকাল মঙ্গলবার লটারীর মাধ্যমে ৩২জনকে আবেদনকারীকে বিজয়ী ঘোষনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেন স্বয়ং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, এসময় লটারী পরিচালনা মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সেলিনা আফরোজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়, বদরগঞ্জ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। দর্শক গ্যালারীতে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রায় ২শতাধিক আবেদনকারী, বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিক সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, একই কেন্দ্র থেকে একাধিক আবেদনপত্র জমা পড়ার কারণে লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রকাশ্য লটারীর মাধ্যমে ডিলার নিয়োগে শতভাগ স্বচ্ছতা ছিল। এতে কারো কোন প্রকার অভিযোগ থাকার কথা নয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies