Type Here to Get Search Results !

উলিপুরে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আমাদের করনীয় শীর্ষক অংশীজন সভা

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। এই প্রতিপাদ্য নিয়ে সুশীল, সমাজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা কর্মচারী ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে সলিডারিটির ও বাংলাদেশ হেলথ্ ওয়াচ এর সহযোগিতায়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ স্বপন কুমার বিশ্বাস,সিভিল সার্জন কুড়িগ্রাম। উলিপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরকার সভাপতিত্বে, ও সুনীল কুমার দাস কো-ফোকাল, সলিডারিটি সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাঃ মোহাম্মদ হারুন অর রশীদ উপজেলা স্বাস্থ্য ও প ,প , কর্মকর্তা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেরুল ইসলাম, এস, এম, হারুন অর রশীদ লাল নির্বাহী পরিচালাক, সলিডারিটি কুড়িগ্রাম,রাজেশ কুমার অধিকারী প্রোগ্রাম ম্যানেজার বাংলাদেশ হেলথ ওয়াচ,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন সরকার ভকত, সাংবাদিক খালেক পারভেজ লালু,উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইউনুস আলী প্রমুখ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies