Type Here to Get Search Results !

খানসামায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত সাইফুল্যাহ ও স্বপন

এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন যথাক্রমে টংগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল্যাহ আল আমিন এবং পূর্ব দুবলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার দাস। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার। তিনি জানান, ব্যক্তিগত পারদর্শিতা, পেশাগত নিষ্ঠা, দক্ষতা, মানবিক গুণাবলি, সামাজিক অবস্থান ও ব্যবস্থাপনা সক্ষমতা বিবেচনায় তাদের এ স্বীকৃতি প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাদের অবদানকে সম্মান জানাতে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। এ স্বীকৃতি অন্য শিক্ষকদের আরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies