এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকায় বেলান নদী থেকে প্রায় ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ অভিযানে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, “চায়না দুয়ারী জাল ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এটি মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”