এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় বাল্যবিবাহ নিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, নিকাহ্ রেজিস্ট্রার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংবাদকর্মী ও গ্রাম পুলিশ সদস্যরা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে মেয়েদের শিক্ষাজীবন নষ্ট হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে নানামুখী সমস্যা দেখা দেয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।