Type Here to Get Search Results !

পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশিকে ফেরত

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপিতে পতাকা বৈঠকের মাধ্যমে আমজাদ হোসেন (২৮) নামে এক বাংলাদেশকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৩২ এর এক নম্বর সাব পিলার এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। আমজাদ হোসেন নামে ঐ ব্যক্তির বাড়ি ঢাকা সাভারের চাকুনিয়া এলাকায়। তিনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে। পতাকা বৈঠকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে পাঁচ সদস্য দলের নেতৃত্ব দেন বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পাঁচ সদস্য দলের নেতৃত্ব দেন ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ি কোম্পানি কমান্ডার এসি আরভিন্দ পাঠানিয়া।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে বাংলাদেশের তিন নাগরিক আটকের বিষয়টি জানতে চাওয়া হয়। একই সাথে তিনজন বাংলাদেশী নাগরিককে ফেরত চাওয়া হয়।
এ সময় বিএসএফের কোম্পানি কমান্ডার জানান- আপাতত একজন বাংলাদেশীকে ফেরত দেয়া হচ্ছে। বাকি দুই বাংলাদেশিকে ফেরত চাওয়া হলে বিএসএফের কোম্পানি কমান্ডার জানান, বাকি দুই বাংলাদেশি বিএসএফের কাছেই আছে। পরবর্তীতে তাদেরকে ফেরত প্রদানের বিষয়ে জানানো হবে। 
 পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন- আমজাদ হোসেন সহ তিনজন কাজের সন্ধানে সীমান্ত দিয়ে ভারতে যান। পরে বিএসএফের হাতে তারা আটক হন। বিষয়টি বিএসএফের মাধ্যমে আমরা জানতে পেরে তাদেরকে ফেরত চাই। এর মধ্যে একজনকে ফেরত দিয়েছে বিএসএফ। বাকি দুজনকেও ফেরত দেয়ার কথা রয়েছে।
ফেরত দেয়া বাংলাদেশীর বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, সীমান্ত দিয়ে ফেরত দেয়া এক বাংলাদেশীকে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তারা এ ঘটনা একটি মামলা দায়ের করেছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies