আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে গত কয়েকদিন যাবত ব্যাটারি চালিত অটোরিক্সা ও সিএনজি চালিত অটোরিক্সার মালিকদের মধ্যে দ্বন্দ্বের ঘটনার অবসান হয়েছে। কাহারোলের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের হস্তক্ষেপে কাহারোল
হতে দিনাজপুর সিএনজি চালিত অটোরিকশা নিয়মিত চলাচলের জন্য আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
৩১ আগষ্ট রোব বার সকাল ১১ টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতিদিন কাহারোল আমতলা থেকে দিনাজপুর লিলিমোড় পর্যন্ত নিয়মিত সিএনজি চলাচল করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা জামায়াত ইসলামীর আমির মোঃ তরিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন,গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মো: ফারুক হোসেন, এন.সি.পি নেতা মোঃ নকিব আহাম্মেদ , কাহারোল উপজেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তুহিন, ইসলামী যুব আন্দোলনের মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।