শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান ৩ মাদক কারবারীকে বিভিন্ন
মেয়াদে কারাদন্ড দিয়েছে। জগথা স্টেশন পাড়ার সুজন (৩৫), সুশান্ত (২৫) ও নুর আলম
(২৮) রেল স্টেশন এলাকার পূর্ব পার্শ্বে মাদক বিক্রয় করছিল বলে স্থানীয় লোকজন থানা
অফিসার ইনচার্জ তাজুল ইসলামকে অবগত করেন।
তিনি ও সঙ্গীয় ফোর্স দ্রুত
ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদক সহ ওই ৩ জনকে গ্রেফতার করে বুধবার রাতে
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাজে উপস্থিত করেন।
মাদক
বিক্রেতারা স্বেচ্ছায় তাদের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের বিচারক রকিবুল
হাসান সুজন কে ৬ মাস, সুশান্ত ও নুর আলমকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড
দিয়েছেন। গ্রেফতারকৃতদের ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা
সূত্রে জানা গেছে।