Type Here to Get Search Results !

বোদা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : বোদার ঐতিহ্যবাহী বোদা প্রেসক্লাবের উদ্যোগে সোমবার দুপুরে, বোদা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আব্দুস সামাদ তারা, প্রেসক্লাবের সভাপতি আমির খসরু লাবলু, সাধারণ সম্পাদক এলাহী কুদরত ই-আমিন সাগর, সাবেক সভাপতি নজরুল ইসলাম সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে বোদা উপজেলার সদ্য বদলিজনিত বিদায় উপজেলা নির্বাহী অফিসার ও বোদা পৌর প্রশাসক মোঃ শাহরিয়ার নজিরকে বিদায় সংবর্ধনা ও ক্রেস প্রদান করা হয়।
এসময় তিনি এলাকার উন্নয়নে সার্বিক সহায়তা প্রদান করায় বোদা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান। সোমবার বোদায় তার শেষ কর্মাদিন ছিল। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি পেয়েছেন।
তার পরবর্তি কর্মস্থল গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।
বোদাতে ইউএনও হিসেবে এক বছর কর্মরত ছিলেন। এসময় তিনি এখানে সততা ও দক্ষতার সাথে কাজ করে বেশ সুনাম অর্জন করেছেন। তার হাত দিয়ে এলাকার অনেক উন্নয়ন মুলক কাজ সম্পন্ন হয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies