নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের বোদা উপজেলায় শিক্ষাবৃত্তির চেক বিতরণকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার দুপুরে উপজেলার নাশির মন্ডল হাট ছালেহিয়া দাখিল চত্বরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন মাদরাসাটির সুপার ইউসুফ আলী।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, নাশির মন্ডল হাট ছালেহিয়া দাখিল মাদরাসাতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) শিক্ষা বৃত্তির টাকা চেকের মাধ্যমে ২০ জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে। পিবিজিএসআই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE) পরিচালিত একটি বিশেষ প্রকল্প, যার মাধ্যমে ভালো ফলাফল অর্জনকারী মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়। এর উদ্দেশ্য শিক্ষার মানোন্নয়ন, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করা।
কিন্তু সম্প্রতি এই প্রকল্পের আওতায় বরাদ্দের টাকা মাদরাসা সুপার অর্ধেক নাকি শিক্ষার্থীদের কাছে নিয়েছেন এমন কিছু সংবাদ পরিবেশন করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, ছাত্রীদের হাতে চেক তুলে নেয়া হয়েছে উপজেলা পরিষদ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে। কিন্তু সংবাদ পরিবেশন করা হয়েছে আমরা নাকি সে টাকা জোরপূর্বক গ্রহণ করেছি। যা মোটেও সত্য নয়।
ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এ সময় অনুদান প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, তাদের কাছ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ কোন প্রকার অর্থ গ্রহণ করেননি।
সংবাদ সম্মেলনে মাদরাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম, অভিভাবক সহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এসময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।