নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পঞ্চগড় জেলা শাখা।
এ উপলক্ষে শনিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকায় মরহুম আলহাজ্ব দারাজ উদ্দীন চৌধুরী হাফেজিয়া লিল্লাহ বোডিং ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামণা করে দোয়া মোনাজাত করা হয়।
পরে এতিমদের মাঝে খাবার বিতরণ ও মাদরাসা চত্বরে তিনটি ফলজ গাছের চারা রোপন করা হয়।
এসময় ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের পঞ্চগড় শাখার প্রতিনিধি ডা. বাহরাম আলী, ডা. মাহাবুব উল আলম, ডা. মনোয়ার হোসেন, ডা. আবু সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।