ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে শহরের সার্কুলার রোডস্থ দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, সদর বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন, গাইবান্ধা ড্যাবের সভাপতি ও জিয়া পরিষদ সদস্য সচিব ডা. আ.স.ম আসাদুজ্জামান সাজু এবং সদর উপজেলা জিয়া পরিষদ আহ্বায়ক খন্দকার সফিউল ইসলাম রিপু প্রমুখ। এসময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১ সেপ্টেম্বর সফল ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণের লক্ষ্যে জেলা বিএনপি ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছেন।