Type Here to Get Search Results !

বদরগঞ্জে ৫০ সেট নকলসহ প্রভাষক গ্রেফতার

আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : বদরগঞ্জ ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের সময় ৫০ সেট নকল সহ গোয়েন্দা সংস্থা হাতে আটক হলেন বদরগঞ্জ ওয়ারেছিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মোঃ শাফিকুল ইসলাম ।
প্রত্যক্ষদর্শী ও অভিভাবকদের থেকে জানা যায়- ইংরেজী ২য় পত্রের পরীক্ষা চলাকালিন সময় প্রভাষক শাফিকুল ইসলাম বাহির থেকে নকল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলে পরীক্ষার হলে পূর্বে থেকে ওৎপেতে থাকা গোয়েন্দা সংস্থার লোকজন এবং কেন্দ্রের দ্বায়িত্ব প্রাপ্ত পুলিশ তাকে গ্রেফতার করে। 
এরপর কেন্দ্র সচিব এর উপস্থিতিতে তার শরীর তল্লাসি করে ৫০ সেট নকল পাওয়া যায় , যা ৫০ জন পরীক্ষার্থীর নিকট সরবরাহ করাহত প্রতিকপি ১০০০ একহাজার টাকার বিনিময়ে। বাহির থেকে এই কাজে তাকে সহযোগিতা করেছেন একই মাদ্রাসার ইংরেজী প্রভাষক আতাউল গণি ।
গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি প্রভাষক শাফিকুল ইসলাম দীর্ঘদিন থেকে পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে নকল সরবরাহ করে আসছিল ।
নাম প্রকাশ না করার শর্তে ওয়ারেছিয়া আলিম মাদ্রাসার একজন শিক্ষক বলেন নকল সরবরাহের অপরাধে গ্রেফতার কৃত প্রভাষক শাফিকুল ইসলাম ও ইংরেজি বিষয়ের প্রভাষক আতাউল গনি অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল আলিম এর ভাতিজি জামাই । নকল সরবরাহের বিষয়টি কেন্দ্র সচিব আগে থেকেই জানতেন এবং টাকার ভাগ পেতেন। এ বিষয়ে অধ্যক্ষ আব্দুল আলিম বলেন আমার উপস্থিতিেিত শাফিকুলের শরীর তল্লাসি করে নকল পাওয়া গেছে, লিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। শাফিকুল সম্পর্কে আমার ভাতিজি জামাই ।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন গ্রেফতার কৃত শাফিকুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies