নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে তাহমিন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু। মঙ্গলবার দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের শেখগছ এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত তাহমিন একই এলাকার আবু জাফর-সেলিনা বেগম দম্পতির দ্বিতীয় ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে দেবনগড় ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ওবায়দুল হক বলেন, মঙ্গলবার দুপুরে মা সেলিনা দুই ছেলেকে নিয়ে বাড়ির পাশে পাটের আশঁ ছাড়াতে গিয়েছিলেন। বড় ছেলে মায়ের সাথে থাকলেও তাহমিন মায়ের অগোচরে বাসায় চলে আসে।
পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা তাহমিনা বেগম। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ছেলেকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাহমিনকে মৃত ঘোষণা করেন।
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।