নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের বোদায় সড়ক দূর্ঘটনায় আহত হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সুষ্ঠু তদন্ত করে ঘটনার মুল কারণ উতঘাটস করার জন্য বোদা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেছেন বিবাদী পক্ষের মো.মোক্তার আলী খান সহ বিবাদী পক্ষের তিন জন ব্যক্তি।
অভিযোগে জানা গেছে,জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠান পাড়া গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে মো.দেলোয়ার হোসেন সম্প্রতি ওই ইউনিয়নের হেলামতোলা হাড়িপুখুরি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খরের গাঁদার সাথে ধাক্কা লেগে সড়ক দূর্ঘটনার কবলে পড়ে গুরুত্ব আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেলোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন বাদী হয়ে পঞ্চগড় আমলী আদালতে একটি মারপিটের মামলা দায়ের করেন।
তাদের দাবী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে এই মিথ্যা মামলা দায়ের করেছেন দেলোয়ার হোসেনের ছেলে।
অপরদিকে দেলোয়ার হোসেন দাবী করেছেন,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ তাকে পথ রোধ করে মারপিট করে আহত করেছে। তার উপর হামলার বিচার চেয়ে সে আদালতে মামলা দায়ের করেছেন।