লিটন প্রধান, স্টাফ রিপোর্টার : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে আজ রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১ টা সময় সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন সাংবাদিক দম্পত্তি সাগর- রুনিসহ এ পর্যন্ত দুর্বৃত্তদের হাতে নিহত কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্টীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে।
বক্তারা আরো বলেন অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একইসাথে তারা বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক, মোঃ জাকির হোসেন কবির (রাজু)।
দেবীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি, আব্দুল কাইয়ুম, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, হরিশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক, নাজমুস সাকিব মুন, বাংলাদেশ প্রেসক্লাবের দেবীগঞ্জ উপজেলা শাখার আহব্বায়ক, আতাউর রহমান, সদস্য সচিব মোঃ এনামুল, সাংবাদিক রেজাউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোবারক হোসেন হ্যাপি, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, আবুল বাশার বসুনিয়াসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ ও ছাত্রসমাজ।
মানববন্ধন শেষে বিভিন্ন নির্যাতনে আহত সাংবাদিকদের সুস্থতা কামনা ও বিগত দিনে বিভিন্নভাবে হত্যায় নিহত সাংবাদিকদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করেন দেবীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শেখ ফরিদ।