শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : সাংবাদিক হত্যার প্রতিবাদে শনিবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ প্রেসক্লাব এর আয়োজন করেন। সম্প্রতি গাজীপুরে
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার পরেও
সন্ত্রাসীরা থেমে নেই। অন্যান্য সংবাদকর্মীরাও চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।
পীরগঞ্জ প্রেসক্লাবের পাশাপাশি পৌর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও
রিপোর্টাস প্রেসক্লাবের সাংবাদিকরা আসাদুজ্জামান তুহিনের হত্যাকারী ও
সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা সহ সর্বোচ্চ শাস্তি দাবী করেন। মানববন্ধনে বক্তব্য
দেন পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এনকে
রানা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ জুয়েল, সাংবাদিক মেহের এলাহী, মনছুর আহম্মেদ,
বুলবুল আহম্মেদ, বাদল হোসেন, বিষ্ণপদ রায় প্রমুখ।