Type Here to Get Search Results !

উলিপুরে ট্রাকের চাপায় ওষুধ ব্যবসয়ীয় মৃত্যু

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাপায় আতিকুর রহমান (৪২) নামে এক ওষুধ ব্যবসয়ীয় মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত ৮টায় পৌর শহরের নারিকেল বাড়ি কাজীর চক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আতিকুর রহমান রংপুর পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে পৌরসভার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে আতিকুর রহমান রামদাস ধনিরাম এলাকায় নিজ বাড়ীতে ফিরছিলেন। চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে সামন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকার নিচে পড়ে যায়।
এ সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies