চিলাহাটি ওয়েব, ঢাকা অফিস : আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সহকারী পরিচালক থেকে সদ্য পদোন্নতি পাওয়া ১৫ জন কর্মকর্তাকে উপপরিচালক পদের র্যাংক ব্যাজ পরানো হয়েছে।
বুধবার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এই ব্যাজ পরিয়ে দেন অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মহাপরিচালক বলেন, পদোন্নতি একটি গৌরবময় অর্জন।
তবে এর সঙ্গে বাড়ে দায়িত্ব ও কর্তব্যের বহুমাত্রিকতা। তিনি বলেন, প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে বাহিনীর কার্যক্রমে গতি, শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখে— এটাই বাহিনীর পক্ষ থেকে প্রত্যাশিত। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, এই পদোন্নতি আমাদের জন্য যেমন সম্মানজনক, তেমনি এটি ভবিষ্যতের দায়িত্ব পালনে অনুপ্রেরণা। তিনি অঙ্গীকার করেন যে, নবনিযুক্ত উপপরিচালকেরা সম্মিলিতভাবে বাহিনীর সেবায় ও দেশের কল্যাণে আরও নিষ্ঠাবান ও দায়িত্বশীল হয়ে কাজ করে যাবেন।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন— মো. জয়নাল আবেদীন, এস.এম শরিফুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. আব্দুল আলীম, মোহা. কামরুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ এমরানুল হক, এস.এম. রায়হান হেলাল, উজ্জ্বল ব্যানার্জী, মো. সিদ্দিকুর রহমান খান, মোহাম্মদ আজহারুল হুদা, মোহাম্মদ রায়হান উদ্দীন ফকির, এস.এম. আকতারুজ্জামান, মোহাম্মদ রকিব উদ্দিন এবং মোহাম্মদ জসীম উদ্দিন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ৪ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের উপপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। বুধবার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা দেওয়া হলো।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপমহাপরিচালকরা এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।