শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ মঙ্গলবার বাংলাদেশে কমিউনিস্ট পার্টি (সিপিবি) পঞ্চদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা শাখা এর আয়োজন করেন। ঠাকুরগাঁও জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েমের নেতৃত্বে প্রায় দুই হাজার নেতাকর্মী পৌর অডিটোরিয়ামে জমায়েত হয়। আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি পৌর শহরে বর্ণাঢ্য র্যালী প্রদর্শন করা হয়। উপজেলা সিপিবি’র সভাপতি সমির শাহাজাহান প্রভাত র্যালীতে নেতৃত্ব দেন। অন্যান্য বছরের তুলনায় এবারে সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি দেখে মনে হচ্ছে এ উপজেলায় সিপিবি দিন দিন শক্তিশালী হচ্ছে।