শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার শান্তিপূর্ণ পরিবেশে ও আনুষ্ঠানিক ভাবে ৪৭ কোটি ৬২ লক্ষ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিবুল হাসান এ বাজেট ঘোষণা করেন।
ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি পীরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ জাহিদুর রহমান জাহিদ বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
অন্যান্যের মধ্যে পীরগঞ্জ স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল জব্বার, থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, পীরগঞ্জ পৌরসভা পরিচালনা পর্ষদের সদস্যরা, পৌরসভার কর্মকর্তা/ কর্মচারী, সংবাদকর্মী, সুশিল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।