Type Here to Get Search Results !

বোদায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায়,উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও সেরা মাঠ কর্মীদের মাছে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুল কবীর।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খসরু লাবলু সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কাজের সাফল্য হিসেবে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার বিতরণ করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies