খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় কেউ পাস করতে পারেনি। শতভাগ ফেল করা ওই মাদ্রাসায় ফরম ফিলাপ করেছিল ২০ জন ছাত্রী।
তন্মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করা ১৫ জন শিক্ষার্থীই ফেল করেছে। ১৫ জনের মধ্যে ১৩ জনই গণিত বিষয়ে এবং ৬ জন দুই সাবজেক্টে ফেল করেছে।
শতভাগ ফেল করার কারণ জিজ্ঞাসা করলে ওই মাদ্রাসার সুপার আব্দুল মজিদ অকপটে জানান, ২০০৭ সালেও এ প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। সে বছর পরীক্ষা দিয়েছিল ৭ জন, ৭ জনই গণিতে ফেল করেছিল।
২০০৭ সালের পর থেকে মাদ্রাসার সমাজ বিজ্ঞানের শিক্ষক হাবিবুর রহমান নিয়মিত গণিত ক্লাস নিয়ে আসছিলেন। ফলে গণিতের সংকট আমরা অনেকটাই কাটিয়ে উঠেছিলাম। পরবর্তীতে আমরা গণিতের শিক্ষক চেয়ে আবেদন করলে প্রায় তিন বছর হলো আমাদের মাদ্রাসায় রংপুরের পীরগাছা উপজেলা থেকে এনটিআরসি’র দশম ব্যাচের গণিতের শিক্ষক শারমিন আক্তার জয়েন করেন।
এরই মধ্যে রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসায় আবারও ফল বিপর্যয় আমাদেরকে অনেক ব্যথিত করেছে। প্রতিষ্ঠানের গণিতের শিক্ষক শারমিন আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।