Type Here to Get Search Results !

বিরামপুরে শুরু হলো মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট


ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে রাত্রিকালীন বাতির আলোয় ছন্দে ছন্দে শুরু হলো ‘ভিক্টর ক্লাব মিনি পোস্ট নাইট ফুটবল টুর্নামেন্ট–২০২৫’।
আজ শুক্রবার (১১ জুলাই) রাতে বিরামপুর পৌর শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী আনসার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
“খেলাধুলার পরিবেশ—সুস্থ জাতি, সুস্থ দেশ” এই প্রত্যয়ে আয়োজিত এই রাত্রিকালীন টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আসলাম মাইক বনাম পদ্মকলি সুইটস দল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভিক্টর ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোজাফফর রহমান এবং সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক এস এম কাদিরুজ্জামান প্রিন্স।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি পৌর শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবির এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা।
অংশগ্রহণকারী দলসমূহ:এম আর এ চ্যালেঞ্জার, আসলাম মাইক, ইসলামপাড়া কিংস, সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘ, সেভেন স্টার, আয়াস ওয়ারিয়র্স, এস কে ট্যুর এন্ড ট্রাভেলস ,পদ্মকলি সুইটস, ম্যাচ পরিচালনায় ছিলেন শ্রী ভোলানাথ সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন- সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সভাপতি মোঃ ইব্রাহীম মিঞা ও সাধারণ সম্পাদক বিলাস,এম আর এ চ্যালেঞ্জার টিম মালিক মাহবুব আলম লাইজু, রেজোয়ান, আরিফুল,আলী হোসেন,ইসলামপাড়া কিংসের টিম মালিক এস এম কাদিরুজ্জামান প্রিন্স ও আবু হোসেন,এস কে ট্যুর এন্ড ট্রাভেলস এর শাহিন কাদির ও রফিকুল ইসলাম,পদ্মকলি সুইটস এর পঙ্কজ, সহ আরও অনেক ক্রীড়াপ্রেমী।
আয়োজক ভিক্টর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়- মাদকমুক্ত যুবসমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই এই ধরনের আয়োজন নিয়মিত করা হবে।
আগামী ১৩ জুলাই রবিবার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ, যেখানে দেখা যাবে কোন দল তুলে নিচ্ছে বিজয়ের ট্রফি।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies