Type Here to Get Search Results !

বদরগঞ্জে প্রতারককে থানায় সোপর্দ

আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে রতন হাড়ি (৪৫) নামে এক প্রতারককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় সোপর্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে প্রতারণার মাধ্যমে প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে আটক করে গণধোলাই দেয় আমজনতা।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার লোহানী পাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি বাজারের রতন হাড়ি বিদেশ পাঠানোর নাম করে মিঠাপুকুরের বলদিপুকুর এলাকার লুচানুস কুজুর ও ভিনসেন মারান্ডি নামে দুই ব্যক্তির কাছ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
এছাড়াও ওই প্রতারক লোহানীপাড়া আদিবাসী এলাকার প্রায় অর্ধশতাধিক আদিবাসী নারীদের বিভিন্ন চাকুরী দেওয়ার প্রলোভন দেখে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক প্রলোভন দেখিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনার পর ওই প্রতার আত্মগোপন করে থাকে।
এদিকে গতকাল বুধবার পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বাজার থেকে তাকে আট করে গণধোলাই দিয়ে লোহানিপাড়া ইউনিয়নের বড় পাড়া আদিবাসী পল্লীতে ঘরে বন্দী করে রাখা হয়। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে সেনাবাহিনীকে খবর দেয়।
পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে ওই প্রতারককে উদ্ধার করে বদরগঞ্জ থানায় সোপর্দ করে। এ বিষয়ে ভুক্তভোগী লুচানুস কুজুর সাংবাদিকদের বলেন, রতন হাড়ি আমাকে ও আমার বন্ধুকে আমেরিকায় পাঠানোর নাম করে বড়পাড়া আদিবাসী পল্লীর সন্ধ্যা রানীর বাড়িতে আমাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করে থাকে। দুই সপ্তাহ পর তিনি পুনরায় তিন লক্ষ টাকা নিতে এলে আমরা তাকে আটক করি।
বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতারককে আটক করার পর ভুক্তভোগীদের থানায় ডাকা হয়েছে। যথাযথ প্রমাণ পাওয়া গেলে ওই প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রতারক থানা হাজতে ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies