শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের গ্রাম্য পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
সোমবার গ্রাম্য পুলিশের সুবিদার্থে ও জনগণকে দ্রুত সেবা দেওয়ার জন্যে মোট ৭২ জন গ্রাম্য পুলিশের মাঝে সরকারি অর্থায়নে উন্নত মানের বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান ও উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা গ্রাম্য পুলিশের হাতে বাইসাইকেল তুলে দেন।