শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : দূর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে ও দেশের উন্নয়নে আমরা নিরলস ভাবে কাজ করছি। সব শ্রেণির মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে এনসিপি’র সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে।
বাংলাদেশকে একটি উন্নত দেশ, বেকারত্ব দূরীকরণ, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, দূর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করে দেশের মানুষকে সুখে শান্তিতে বসবাস করার নিশ্চয়তা প্রদান করার লক্ষ্যে আমি ও আমার দল এনসিপি পার্টির নেতাকর্মী ও সুভাকাঙ্খীরা নিরলস ভাবে কাজ করছি।
বাংলাদেশকে একটি স্বনির্ভর, সুখি ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি করার লক্ষ্যে আমরা স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বিতারিত করেছি। দেশের মানুষ এনসিপিকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনলে আমরা এসব বক্তব্যের বাস্তবায়ন করে এদেশের মানুষকে দেখাবো। তিনি আরো বলেন, বাংলাদেশেকে নতুন ভাবে গড়ার লক্ষ্যে এবং জুলাইয়ে শহীদদের রক্ত ও আত্মত্যাগকে আমরা যুগ যুগ স্মরণ করবো।
উত্তর বঙ্গকে নতুন করে ঢেলে সাজানোর জন্যে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। এ রাজনৈতিক দলটি অন্যান্য রাজনৈতিক দলের মত নয়। আমরা দেশকে ভালবাসি, দেশের সংস্কার ও উন্নয়নে আমরা বিশ্বাসী। কথায় নয় আমরা দেশবাসীকে আমাদের কাজে কর্মে এর প্রমাণ দিতে চাই।
শুক্রবার দুপুর আড়াই টায় পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় জনসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। ওই সময় নতুন আঙ্গিকে রাষ্ট্র গঠন ও জনগণের কল্যাণে বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ্য করে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির উত্তর বঙ্গের সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণ বঙ্গের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক সামান্তা শারমিন, প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, ঠাকুরগাঁও জেলা সমন্বয়ক গোলাম মোর্তুজা সেলিম ও অন্যান্যরা।