Type Here to Get Search Results !

বিএনপির সভাপতির বাড়িতে দুঃসাহসিক চুরি

এ.আই.পলাশ, স্টাফ রিপোর্টার, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার ডোমার উপজেলাধীন ভোগডাবুড়ী ইউনিয়নের থানাপাড়া নিবাসী ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর বাড়িতে গত ২৯ শে জুন মধ্যরাতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।
পরিবার সূত্রে জানা গেছে প্রায় ৩০ লক্ষ টাকা ও চার ভরি স্বর্ণ অলংকার হাতিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে রেয়াজুল ইসলাম কালুর পুত্র সাজি বলেন মধ্যরাতে কে বা কাহারা রান্নাঘরের জানালার শিখ কেটে বাড়িতে প্রবেশ করেন এবং সুকৌশলে আমাদের স্বয়ন ঘরের দরজা খুলে সম্ভবত চেতনা নাশক কোন স্প্রে ব্যবহার করে আমাদের ঘুমন্ত অবস্থাকে আরো অচেতন করে ঘরের লোকাল ও আলমারি ঘরের বাইরে বের করে নিয়ে সেখানে রাখা আমার বাবার কাছে রক্ষিত ও আমার লোকারে রক্ষিত প্রায় ৩০ লক্ষ টাকা ও আমার স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
সকাল ৯ টার দিকে আমার স্ত্রী ঘুম থেকে টের পেয়ে দেখে ঘরের এলোমেলো অবস্থা পরে চিৎকার চেঁচামেচিতে সবাই ঘুম থেকে উঠলে ও এলাকাবাসী লোকজন আসলে দেখতে পাই এই চুরি সংঘটিতর ঘটনাটি ঘটেছে।
চুরির সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়লে এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরামর্শ দেন দ্রুত ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা শেষে ডোমার থানায় উপস্থিত হয়ে মামলা রুজুর পরামর্শ প্রদান করেন। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।