Type Here to Get Search Results !

পীরগঞ্জে বিএনপি’র বিশেষ বর্ধিত সভা

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ শনিবার পীরগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় পূর্নিমা কমিউনিটি সেন্টারে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি, পীরগঞ্জ থানা বিএনপি সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। জিল্লুর চৌধুরীর সঞ্চালনায় সভায় থানা বিএনপি সভাপতি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতির সভাপতি, বিএনপি নেতা সিনিয়র এডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন, পৌর বিএনপি সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, জিল্লুর রহমান জুয়েল, আসাদুজ্জামান চৌধুরী মানু সহ পৌর ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদক বৃন্দগণ বক্তব্য দেন।
বিভাগ