ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীর ৫ নং মহদীপুর ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামে বালতীতে উপর হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহিত শিশুটি হলেন উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়ানের গোয়ালপাড়া গ্রামের বাবা মানিক সন্তান সালাম ফারসি ২।
গতকাল দুপুর ১১টায় সবার অজান্তে খেলা করছিল, বাড়ী উঠানে পানি ভরা বালতিতে তার খেলনা পড়ে গেলে সেটা তুলতে গিয়ে সে বালতির মধ্যে ডুবে যায়। হঠাত শিশু সালামকে খুঁজতে থাকে বাড়ির ল্কেজন। খুঁজতে খুঁজতে শিশুটিকে বালতির মধ্যে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরজমিনে গিয়ে জানা যায়,গতকাল বেলা ১১ টায় শিশুটির নানি বাড়ির উঠানে ধান সিদ্ধ করার জন্য ভিজিয়ে রাখতে বালতিতে পানি রাখে। এ সময় উঠনে খেলা করার সময় সালাম ফারসি পানিভর্তি বালতির ভেতর উপুড় হয়ে পড়ে যায় । পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে পলাশবাড়ী হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত সালমান ফারসির বাবা-মা সম্পা+ মানিক দম্পতি গার্মেন্টস কর্মী হওয়ায় তিন নাতি নাতনি কে নিয়ে উপজেলার মহদিপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে শহিদুল মিয়া বসবাস করেন। তিন ভাই-বোনের মধ্যে সালমান ফারসি ছিল সবার ছোট।
ইউপি চেয়ারম্যান আজাদুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।