Type Here to Get Search Results !

উলিপুরে ভিক্ষুককে মিশুক গাড়ি প্রদান

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :ভিক্ষা মানেই অপমান, ছাড়লে ভিক্ষা বাড়বে মান, এসো ভিক্ষা ছেড়ে বাড়াই মান, আছে বিকল্প কর্মসংস্থান” এ প্রতিপাদ্যকে ধারন করে কুড়িগ্রামের উলিপুর এক ভিক্ষুককে একটি মিশুক গাড়ি প্রদান করা হয়েছে। 
গত সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এক ভিক্ষুককে মিশুক গাড়ি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ। উল্লেখ্য, সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর ঢাকা কর্তৃক ভ্রামমান আদালত পরিচালনা করে উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের আল আমিন নামের এই ভিক্ষুককে আটক করা হয়।
বিভাগ