Type Here to Get Search Results !

পার্বতীপুরে আসন্ন এসএসসি (ভোকেশনাল) দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

অজয় সরকার, পার্বতীপুর প্রতিনিধি: পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজ, পার্বতীপুর, দিনাজপুর এর আয়োজনে কলেজ ক্যাম্পাসে এসএসসি (ভোকেশনাল) দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ ৭ মার্চ অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে অধ্যক্ষ কাজী কাহাফুল ওয়ারা সালামী লিখন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, ছাএ ছাএী সহ শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। ছাএদের পক্ষ হতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন। অনুষ্ঠানের শুরুতে সকল শহীদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনার শুরুতে ছাএ ছাএী দের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন দশম শ্রেণির ছাএ জনাব আসাদুজ্জামান ও নবম শ্রেণির ছাএ রেজওয়ান। আলাচনায় শিক্ষক বৃন্দ ছাএ ছাএী দের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোকপাত করেন, যা পরীক্ষা ও ভবিষ্যত চলার পথে সহায়ক হবে। ছাএ ছাএী দের উপহার দিয়ে সংবর্ধনা জানান অধ্যক্ষ , শিক্ষক সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ কাজী কাহাফুল ওয়ারা সালামী লিখন এবং বক্ততায় উনি বলেন যে, ছাত্র ছাএীরা পরীক্ষা হলে যথাসময়ে এসে সুন্দর ভাবে পরীক্ষা দিবে, এই আশাবাদ ব্যক্ত করেন এবং আসন্ন পরীক্ষার্থীদের প্রতি শুভ কামনা রইল বলে জানান। উনার বক্তৃতা শেষে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরিশেষে ভোকেশনাল শিক্ষক তছলিম উদ্দিন দেশ, জাতি ও সকলের জন্য শান্তি, মঙ্গল, সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন। অনুষ্ঠান টি সঞ্চালন করেন শিক্ষক, সাংবাদিক ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এর সদস্য জনাব মো: ওবায়দুল ইসলাম বাবু।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies