ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণী পাঠদান কার্যক্রমসহ বিদ্যালয় পরিদর্শনে আসেন জেলা শিক্ষা অফিসার এ খন্দকার আলাউদ্দিন আল আজাদ।
সোমবার (২৮ এপ্রিল) আনুমানিক বিকেল সাড়ে ৩ টার সময় বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার এ খন্দকার আলাউদ্দিন আল আজাদ। বিরামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষকদের সাথে নিয়ে এ খন্দকার আলাউদ্দীন আল আজাদ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষক ও ছাত্রীদের নিয়ে বিদ্যালয় মাঠে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন,পিছিয়ে পড়া ছাত্রীদের কিভাবে পড়াশুনায় উন্নতি করা যায়, ফলাফল কিভাবে ভাল করা যায়, ভবিষ্যতে ভাল স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবে রুপদান করা যায়, কিভাবে স্বাস্থ্য সচেতন হয়ে সুস্থ্য থাকা যায়, স্কুল সময়ে কমপক্ষে এক লিটার বিশুদ্ধ পানি পান ও রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে এক গ্লাস পানি পান করার বিষয়ে সাথে পড়াশুনার ব্যাপারে উপদেশমূলক বক্তব্য দেন। বিদ্যালয়টি পরিদর্শন শেষে বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষা ব্যবস্থা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম এর বিদ্যালয় পরিচালনা কার্যক্রমের উপর সন্তুষ্ট প্রকাশ করেন।