Type Here to Get Search Results !

পার্বতীপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অজয় সরকার, পার্বতীপুর প্রতিনিধি:মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামাল কর্তৃক দায়ের করা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ দেশের সকল সাংবাদিকদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্থানীয় শহীদ মিনার রোডে আমার দেশ পাঠক মেলা আয়োজিত দিনাজপুরের পার্বতীপুরে আজ সোমবার দুপুর ১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
পার্বতীপুর প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমারদেশ পত্রিকার রংপুর বিভাগীয় প্রতিনিধি বাদশা ওসমানী। বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। অন্যায়ের কাছে কোনদিন আপোষ করেননি। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ১৪০টি মামলার আসামি ছিলেন। তিনি জেল খেটেছেন, নির্বাসনে ছিলেন। কুষ্টিয়ার আদালতে রক্তাক্ত হয়েছিলেন। আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল। এক যুগ পর পুনরায় প্রকাশ হলে একের পর এক দুর্নীতির চিত্র তুলে ধরা হচ্ছে। মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালের এক লাখ কোটি টাকা পাচারের সংবাদ প্রচার করা হয়। সেই সংবাদই গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায় মোস্তফা কামালের। তিনি মাহমুদুর রহমানসহ কয়েকজন সাংবাদিককে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন। ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামালের মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা। সেই সাথে মেঘনা গ্রুপের মালিককে দ্রুত গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান বক্তারা। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু সায়েম, উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল,সাংবাদিক মজনু সরকার রাজু কুমার দাস, সোহেল সানি, আব্দুল্লাহ আল মামুন, জাকারিয়া, মোস্তাকিম সরকার, মহসিন আলী প্রমুখ।
বিভাগ