Type Here to Get Search Results !

উলিপুরে চাকুরি জাতীয়করণের দাবীতে সংলাপ

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) চাকুরি জাতীয়করণের ১ দফা দাবীতে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোলায়মান আলী সরকার। 
উপজেলা শিক্ষক নেতা এহসানুল করিম প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহŸায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক বিচারক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল,কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নূর বক্ত মিয়া, অধ্যক্ষ দেবব্রত রায়, অধ্যক্ষ এটিএম বরকতুল্লাহ, শিক্ষক শামীম আখতার আমীন, আবু হেনা মুস্তফা, সৈয়দ আহম্মেদ ফারুক প্রমুখ। বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে চাকরি জাতীয়করণ করা। এই আন্দোলনে সকল শিক্ষক কর্মচারীদের এগিয়ে আসার আহবান জানান।
বিভাগ