Type Here to Get Search Results !

বিরামপুরে ১ টাকায় ১ লিটার বিশুদ্ধ পানি

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে গণসাফল্য সমাজ উন্নয়ন সংস্থা(GSUS)এর বাস্তবায়নে ১ টাকায় ১ লিটার বিশুদ্ধ পানি Water ATM Project in Bangladesh এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) আনুমানিক বিকেল ৪ ঘটিকায় বিরামপুর পৌরশহরের ৪ নং ওয়ার্ড ইসলাম পাড়ায় গণসাফল্য সমাজ উন্নয়ন সংস্থা (GSUS) এর প্রজেক্ট কোন অর্ডিনেটর আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে Water ATM Project in Bangladesh এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর পক্ষে বিরামপুর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, গ্রামাঞ্চল সংস্থার সভাপতি ওবায়দুর রহমান, উত্তরাঞ্চল (রাজশাহী ও রংপুর বিভাগের) পানি গবেষণা ও তথ্য সরবরাহকারী এবাদত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কার্ডের মাধ্যমে বিশুদ্ধ পানি সংগ্রহকারী সদস্যগণ। গণসাফল্য সমাজ উন্নয়ন সংস্থা (GSUS) এর প্রজেক্ট কোন অর্ডিনেটর আনোয়ার হোসাইন বলেন,এই প্রথম আমেরিকান দাতা সংস্থা GREEN FUND INITIATIVE বাংলাদেশে বিশুদ্ধ পানি পান করার জন্য একটি পাইলট প্রকল্প গ্রহণ করে। এ ধারাবাহিকতায় দিনাজপুরের বিরামপুরে ২৫ লক্ষ টাকা ব্যয়ে ৪ টি ফিল্টার ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রামাঞ্চল সংস্থার সহযোগিতায় জনসাধারণের কাছে ১ টাকায় ১ লিটার বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে Water ATM Project in Bangladesh এর শুভ উদ্বোধন করে। প্রাথমিক পর্যায়ে পৌরশহরের মধ্যে এটি এম কার্ড গ্রহীতাদের কাছে ১ টাকায় ১ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এলক্ষ্যে প্রতি ২০ লিটার পানি পৌঁছে দেওয়ার খরচ হিসেবে ১০ টাকা করে নেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার হাতে বিনামূল্যে এটিএম কার্ড তুলে দেন গণসাফল্য সমাজ উন্নয়ন সংস্থা (GSUS) এর প্রজেক্ট কোন অর্ডিনেটর আনোয়ার হোসাইন। এপর্যন্ত ৩৫ জনের মাঝে বিনামূল্যে এটিএম কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে বিশুদ্ধ পানি গ্রহণ কারীদের এ কার্ড প্রদান করা হবে কার্ড গ্রহীতারা রিচার্জের মাধ্যমে তাঁদের কাঙ্ক্ষিত পরিমাণ বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন। কার্ড গ্রহীতারা নিম্নে ৫ লিটার পানি গ্রহণ করতে পারবেন। সকাল ৮ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ নির্ধারিত সময়ে কার্ড গ্রহীতারা বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।এছাড়াও গ্রামাঞ্চল সংস্থার সভাপতি ওবাইদুর রহমান জানান, স্থানীয়ভাবে প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গ্রামাঞ্চল সংস্থা জিএস দায়িত্ব পালন করে যাচ্ছে।পরিশেষে সকলের উদ্দেশ্যে তিনি বলেন পানির অপর নাম জীবন। আসুন বিশুদ্ধ পানি পান করি সুস্থ থাকি।
বিভাগ