নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : দীর্ঘ ১৫ বছর পর পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৯ এপ্রিল)রাতে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের ভোটে অধ্যাপক আব্দুল মান্নান সভাপতি নির্বাচিত হন। তিনি ৪৯৮ টি ভোটে পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি সভাপতি প্রার্থী সাবেক অধ্যক্ষ আফাজুল ইসলাম পেয়েছেন ১৭১ টি ভোট।সাংগঠনিক সম্পাদক পদে ৩৭৮ ভোট পেয়ে মো.রায়হানুল আলম প্রধান রিয়েল ও ৩০১ ভোট পেয়ে মো.দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। ৭১০ জন কাউন্সিলরের মধ্যে ৬৬৯ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। বর্তমান কমিটির সদস্য সচিব আসাদুল্লা আসাদের সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায়, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, আসাদুল্লা আসাদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন। এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে ঘোষনা করা হয়।