Type Here to Get Search Results !

পলাশবাড়ীতে জামায়াতের যুব বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার(১৯ এপ্রিল-২৫) সকাল ৯ টায় পৌরসভার গৃধারীপুর বায়তুল মামুর মসজিদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলীর যুব বিভাগের সভাপতি শামীম হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বেলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক এবং শূরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা একরামূল হক। বিষয়ভিত্তিক দারসূল কোরআন পেশ করেন উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ও পলাশবাড়ী দ্বি-মুখী ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ আকন্দ। কর্মশালা সম্পর্কে জামায়াতের যুব বিভাগের সভাপতি শামীম হাসান জানান, কর্মশালা প্রোগ্রামটি প্রশিক্ষণের একটি অংশ কর্মীদের সংগঠন সম্পর্কে জ্ঞান প্রদান করা। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা এই প্রশিক্ষণ মূলক প্রোগ্রামগুলোর আয়োজন করতে না পারার কারণে কর্মী ও দায়িত্বীলদের মধ্যে অনেক জ্ঞানের অভাব দেখা দিয়েছে। সেটি ওভারকাম করে কর্মীদের মানোন্নয়নেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।" কর্মশালায় পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের ৯ টি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারী, সাংগাঠনিক সম্পাদক ও বায়তুলমাল সম্পাদকসহ মোট ৪০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিভাগ